রামগতি উপজেলা মোয়াজ্জিন স্বামীর হাতে স্ত্রী খুন।
মোঃ রাসেল (জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলা ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড হসিয়াল মিয়া বাড়িতে। শাহনাজ বেগম (৩৫) নামে এক মহিলাকে তার স্বামী, শাহাবুদ্দিন ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন।হত্যাকারী পেশায় চর শেখকান্তর মসাজিদের মুয়াজ্জিন। ঘটনাস্থলে পুলিশ লাস্ট উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পূরণ করেন এবং হত্যাকারীকে ধরার জন্য বিভিন্ন অভিযান পরিচালনায় অব্যাহত আছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন