র্যাবের অভিযানে অপহরণকারী আটক ও অপহৃত ভিকটিম উদ্ধার
আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া প্রতিনিধি :
র্যাব-১২, সিপিসি-১ এর কুষ্টিয়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার তালা থানার মামলা নং-৭ তারিখ ১৬/০১/২০২৫, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ এবং গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার মামলা নং-৭ তারিখ ০৬ অক্টোবর ২০১৩, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ এর অপহরণকারী ডন সাহা (৩০), পিতা-চন্দন সাহা, সাং-শিমুলিয়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ও অপহৃত ভিকটিম জ্যোতি দাস(১৩), পিতা-বাবু দাস, সাং-ইসলামকাটি, থানা-তলা, জেলা-সাতক্ষীরা* কুষ্টিয়া জেলার ইবি থানাধীন লক্ষীপুর বাস স্ট্যান্ডপাড়া এলাকায় অবস্থান কালে অপহরণকারী গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়৷ প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী ডন সাহা(৩০) (হাজতী নং-২৪৭৮/২৪) সাতক্ষীরা সদর থানার মামলা নং-৮, তারিখ- ১৫/০৮/২৪ খ্রিঃ, ধারা- ৬(২) এর (আ)/৬(২) এর (ই)/৬(২) এর (উ)/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫/৪২৭/৫০৬ পেনাল কোড এর এজাহারনামীয় ২৩ নং আসামী।
র্যাব-১২ উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন