লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে
এক ব্যবসায়ীর বসতঘরে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(১১ মার্চ) ইফতারের আগে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাইদল হক মাঝি বাড়ির সুমনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুমন হাজিরহাট বাজারের একজন কাপরের ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় নগদ অর্থ, মালামাল,স্বর্ণালংকার ও বসতঘরসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
পরে কমলনগর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও বসতঘরসহ তাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিম রাকিবুল হাসাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় দ্রুতসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন