

লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ রাসেল, জেলা স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর, ৪ মে ২০২৫
লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা/আইসিটি); লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার; কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ; জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক’। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ উপস্থাপনা ও চমৎকার বিতর্ক দর্শকদের মুগ্ধ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।