লক্ষ্মীপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক-২
মোঃ রাসেল
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অভিযোগে ওমর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খুঁটিতে বাঁধা ওই বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, দুইহাত উল্টো করে বেঁধে রাখা ছিল। দুই হাঁটুর নিচে শিকলে তালা ঝুলছে।
শনিবার (১৮ মে) রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা নির্যাতনের ঘটনার সাথে জড়িতে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে দুপুরে পর থেকে নির্যাতনের শিকার ব্যক্তির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর টনক নড়ে পুলিশ প্রশাসনের।
খবর নিয়ে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার ব্যবসায়ী লেদা গাজীর মুদি দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি হয়। সেই চুরির চিত্র তার দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্ত ওমর ফারুককে।
ওমর ফারুক পাশ্ববর্তী জেলা নোয়াখালীর চাটখিল উপজেলার বাংলা বাজার বাসিন্দা।
পোদ্দার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ সাংবাদিকদের মুঠোফোন জানান, অভিযুক্ত ওমর ফারুক সপ্তাহ খানিক পূর্বে ব্যবসায়ী লেদা গাজীর দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি করে। চুরির ঘটনা দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শনিবার সকালে ফের ওমর ফারুক পোদ্দার বাজারে ঘুরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। পরে অভিযুক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন আসলে তাকে ওনাদের কাছে দেওয়া হয়। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মুঠোফোনে জানান, নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রাসেল
লক্ষ্মীপুর প্রতিনিধি
০১৭৬২৮৯৫৯৯৬
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন