শরীয়তপুরে ইটভাটায় ভ্রম্যমান আদালতের অভিযানে ১লাখ জরিমানা
জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার
শরীয়তপুরের জেলার গোসাইর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স একতা ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে
মঙ্গলবার ১৭ ডিসেম্বর গোসাইর হাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত কারি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়
পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলা সহকারী পরিচালক মো: রাসেল নোমান প্রসিকিউশন প্রদান করেন এসময় অভিযানে গোসাইর হাট থানা পুলিশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও
পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুরের সদস্যরা উপস্থিত ছিলেন
গোসাইর হাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল বলেন ইট প্রস্তুত কারি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে
এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন