আহমাদুল রহমান ,,গাজীপুর
শাকিব খান কেনো তুফান সিনেমার “দুষ্টু কোকিল” গান
তার ফেসবুক ওয়ালে শেয়ার দেননি! এই নিয়ে নানা জন নানা রকম ব্যখ্যা দিয়েছেন। তবে এই বিষয়ে আমি যতোটা জানতে পেরেছি। আপনাদের সাথে শেয়ার করছি।
“দুষ্টু কোকিল” গানের কন্ঠশিল্পী কণা- যিনি কোনো একজনের সাথে শাকিব খানের নিন্দা করেন হোয়াটসঅ্যাপে। সেই স্ক্রিনশর্ট শাকিব খানের কাছে পৌঁছায়। এগুলো দেখে শাকিব খুবই কষ্ট পায়। শাকিব খান চেয়েছিলেন গানটি বাদ দিতে। এতে পেটে লাথি মারা হবে বিধায় এমনটা করেননি। তাই তিনি এই গান তার ফেসবুক ওয়ালে শেয়ার দেননি। কারণ পিছনে শাকিব খানের সমালোচনা করে সামনে প্রশংসা করা লোকজন তিনি পছন্দ করেন না। ( নির্ভরযোগ্য সূত্র )
কিন্তু একটা পক্ষ জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল এর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তারা পাবলিককে বোঝাতে চাচ্ছে- কোনালের গান তুফান সিনেমায় না থাকায় শাকিব খান তার পেইজে শেয়ার দেয়নি। এটা পুরাপুরি মিথ্যে, বানোয়াট এবং হাস্যকর। এমনটা হলে শাকিব খান পোস্টার, টিজারর, ট্রেলার, লাগে উরাধুরা, তুফান টাইটেল ট্র্যাক- এগুলোও তো শেয়ার দিতো না। তাই না ?
তৃতীয় পক্ষের উস্কানিতে কেউ কান দিবেন না- তারা নির্দিষ্ট একটা মহলে কাজ করে। যে এই বিষয়টা ছড়িয়েছে তিনিও এক নির্দিষ্ট নায়িকার পার্সোনাল সাংবাদিক।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন