শাহজাদপুরে দিবালোকে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মনিরামপুর বাজারের স্বর্ণপট্টিতে প্রকাশ্য দিবালোকে ঐশী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৪শ’ ভরি রুপাসহ আনুমানিক ২২ লাখ টাকার গহনা নিয়ে চলে গেছে চোরেরা। চুরি শেষে দোকানে নতুন তালা লাগিয়ে চলে যায় চোরেরা।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় স্বর্ণপট্টীর স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে ভেতরে প্রবেশ করে। পরে শোকেস ও ড্রয়ার থেকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চলে যায়। এসময় দোকানের লকার অক্ষত ছিল। দুপুরে শাহজাদপুর সরকারি কলেজের শৌচাগারের ঝুড়িতে দোকানের মূল তাল খুঁজে পায় স্থানীয়রা।
দোকান মালিক রিংকু কুমার পাল বলেন, সকালে ভাগিনা দোকান খুলতে এসে নতুন তালা লাগানো দেখতে পেয়ে আমাকে খবর দেয়, দ্রুত দোকানে এসে দুটি নতুন তালা লাগানো দেখতে পাই। পরে বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। এই ঘটনায় ১৫ ভরি সোনার গহনা ও ৪শ’ ভরি রুপার গহনাসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার অলঙ্কার চুরি করেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, স্বর্ণপট্টীর ঐশী জুয়েলার্সে চুরি হয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং তদন্ত চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন