শাহজাদপুরে নর্দমায় মিললো সরকারি ওষুধ। তদন্ত কমিটি গঠন, ফার্মাসিস্টকে শোকজ
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুঠিয়া উপ- স্বাস্হ্যকেন্দ্রের পাশের পচা নর্দমায় বিপুল পরিমান সরকারি ওষুধ পরিত্যক্ত অবস্হায় পাওয়ার ঘটনায় তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তদন্ত কমিটি ঘটনাস্হল পরিদর্শন করে মঙ্গলবার (২১ মে) উপ- স্বাস্থ্য কেন্দ্রটির ফার্মাসিস্ট মোঃ শামিম কে শোকজ করেছে। এবং আগামী ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এদিকে তদন্ত কমিটি সদস্যগণ ঘটনাস্হল পরিদর্শন করেন এবং নর্দমায় পাওয়া সরকারি ওষুধ বিধি মোতাবেক পুরিয়ে ধবংস করেন।ওষুধ ধবংস শেষে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম বলেন, এলাকাবাসী ও গণমার্ণ ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো আগুনে পুরিয়ে ধবংস করা হয়েছে। ফার্মাসিস্ট শামিমকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব ও তদন্ত কমিটির প্রতিবেদন পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ, গতরবিবার বিকালে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় এলাকায়বাসী সরকারি ওষুধ দেখতে পায়। পরে রাত ১০ টার দিকে থানার এসআই এরশাদ এর সহযোগিতায় ২ বস্তা সরকারি ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেন এর জিম্মায় দেওয়া হয়। ফার্মাসিস্ট মোঃ শামিম এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখানে যোগদান করার পরে অবসর প্রাপ্ত ইকতিয়ারের সহযোগিতায় বেপরোয়া হয়ে ওঠেন।তিনি থাকেন পাশ্ববর্তী উপজেলার উল্লাপাড়ায় থাকেন, তাই মাঝে মধ্যে উপ- স্বাস্থ্যকেন্দ্রে আসলেও রোগীদের ঠিকমত ওষুধ দেন না ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। হাসপাতালে পর্যান্ত ওষুধ থাকা সত্বেও বিতরন না করার ফলে হাসপাতালেই মেয়াদোত্তীর্ণ হয়ে যায় ওষুধগুলো। এরপরও কোনো একসময়ে স্বাস্থ্য কেন্দ্রটির পাশের পচা নর্দমায় ওষুধগুলো ফেলে দেন ফার্মাসিস্ট মোঃ শামিম ও সাবেক আফিস সহায়ক ইকতিয়ার। এবিষয়ে এলাকাবাসী তীব্রনিন্দা জানিয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন