শিক্ষার্থীদের জন্য ভাষা ও গণিত শিক্ষা খুবই জরুরি: গণশিক্ষা প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, একজন শিক্ষার্থীদের জন্য ভাষা ও গণিত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শুধু দেশে নয় বিদেশেও এর গুরুত্ব রয়েছে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমানা আলী।
এসময় তিনি বলেন, ‘শুধু শিক্ষকদের নয় অভিভাবকদেরও গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের প্রতি। বিশেষ করে মায়েদের আরও যত্নবান হতে হবে শিশু শিক্ষার্থীদের প্রতি।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আতাউল গনিসহ অতিবৃন্দ।
বক্তব্য শেষে প্রধান অতিথি রুমানা আলী রংপুর বিভাগের শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় ২১ জন বিজয়ী শিক্ষা কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর রুমাল আলী।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন