শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা!
আবুনাঈম রিপন : নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্ত্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুজাহিদ মিয়া (২০), সে দুলালপুর (বিলপাড়) গ্রামের মোগল মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
নিহতের বাবা মোগল মিয়া জানান, গত এক সপ্তাহ আগের মেয়ে সংক্রান্ত অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার পথে ঘটনাস্থলে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের বাবা মোগল মিয়া।
শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন