শিবপুরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ
আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো তে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। ২৭ ইং মে মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১০৭টি বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩৪ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময়,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার আবুল হোসেন কাজল, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন