শিবপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবুনাঈম রিপন
: নরসিংদী শিবপুর উপজেলায় ১০ইংজানুয়ারী, শুক্রবার সকালে মো: আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে
উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে,র্্যালী,ও কেক কেটে পালিত হলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন,
এ সময় উপস্থিত ছিলেন, আবুনাঈম রিপন, সাবেক সাধারণ সম্পাদক, শিবপুর প্রেস ক্লাব, ও আহবায়ক দুলালপুর ইউনিয়ন,(CRB ) মো:মাসুম মিয়া,BHRC, সদর দপ্তর, মো:রতন মিয়া, সহ সভাপতি BHRC, আঞ্চলিক শাখা, নরসিংদী, হানিফ সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী, আবু ছাঈদ মোঘল, দপ্তর সম্পাদক, নরসিংদী, কাউছার, নির্বাহী সদস্য, আন্তজেলা, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, সাধারচর ইউনিয়ন, নাজমুল আলম খোকন, সমাজ কল্যান সম্পাদক, এস এ,বাসেদ শিবপুর উপজেলা সদস্য, শাখাৎয়াত হোসেন মেম্মার উপজেলা সদস্য
রোকন প্রধান, যুগ্ম সচিব CRB, দুলালপুর ইউনিয়ন,
কাইয়ুম নির্বাহী CRB সদস্য,নাছির উদ্দিন হাওলাদার, CRB, সদস্য শরীফ হোসেন নাজির CRB, দুলালপুর ইউনিয়ন নির্বাহী সদস্য,ডাক্তার বাদল সভাপতি আইয়ূবপুর ইউনিয়ন, BHRC, প্রমুখ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন