শিবপুরে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা ও সংগীত সন্ধ্যা
আবু নাঈম রিপন:
শিবপুরে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার (কালা মিয়া)।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহসভাপতি রানা মৈশান।অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ। আলোচনা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে ইথুন বাবু, মৌসুমি এবং স্থানীয় শিল্পীগন গান পরিবেশন করেন।