শিবপুরে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ অপরাধী কে গ্ৰেফতার
নরসিংদী থেকে :আবুনাঈমরিপন:
নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশ ২৪ইং মে, বিশেষ অভিযানে গোপন সংবাদের সূত্র ধরে,২৩ মামলার পলাতক আসামি আপেল মাহমুদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন ধরে এই দুর্ধর্ষ অপরাধী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো।
গ্রেফতারকৃত আপেল মাহমুদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগই দীর্ঘদিন ধরে চলমান এবং সে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপেল মাহমুদকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন