শিবপুর উপজেলা ইমাম পরিষদের সংবাদ সম্মেলন
আবুনাঈম রিপন: নরসিংদী।।
দেশেরপত্র পত্রিকা কর্তৃক শিবপুর উপজেলা ইমাম পরিষদকে নিয়ে চরম মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপৃল) বিকেলে শিবপুর সদরে মারকাযুল তাহফিযীল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিবপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোখতার হোসেন লিখিত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, কালো তালিকাভুক্ত উগ্র পন্থী সংগঠন হিজবুত তাওহীদের পত্রিকা দৈনিক দেশের পত্র। তাদের লেখা লেখি ও প্রকাশনায় ইসলামের ধারাবাহিক দাওয়াহ’র ব্যতিক্রম গোমরাহি ও ইমাম বিধ্বংসী বিভিন্ন আলোচনা রয়েছে। ফলে গত ১ ইং এপ্রিল শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় বিতর্কিত দেশের পত্র পত্রিকা বিক্রি করার সময় স্থানীয় একজন আলেম বিক্রয় প্রতিনিধিকে এই পত্রিকা বিক্রি না করার জন্য নিষেধ করেন। এতে প্রতিনিধি ক্ষিপ্ত হয়ে আলেমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে ৩ ইং এপ্রিল শিবপুর উপজেলা ইমাম পরিষদের বিরুদ্ধে দেশের পত্র পত্রিকার পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয় এবং ভিত্তি হীন সংবাদ প্রচার করা হয়। অথচ ইমাম পরিষদ এই ঘটনায় কোন ভাবেই জড়িত নয়। সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধ, হেযবুত তাওহীদ ইসলামের ভুল ব্যাখ্যা বন্ধ করণ, ইমাম পরিষদের নামে চরম মিথ্যাচার করায় প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতি শেখ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন এনাম, প্রচার সম্পাদক মাওলানা শাহীন রিকাবদার প্রমুখ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন