শ্রীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রির্পোটার:
আলমগীর হোসাইন:
গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় ময়মনসিংহ অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আনসার রোড এলাকায় একটি দ্রুতগামী সৌখিন বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। পুলিশ ধারণা করছে, তার বয়স আনুমানিক ২৩ বছর।
প্রত্যক্ষদর্শী সোহাগ আকন্দ জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই তরুণ লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস।
তিনি আরও জানান, সড়কে পড়ে থাকা ওই তরুণ কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মাথা, মুখসহ কয়েকটি অংশে গুরুতর আঘাত হয়। পরে পেছনে থাকা একটি সৌখিন বাস থামিয়ে স্থানীয় লোকজন ঘাতক বাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে সরবরাহ করেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন