সদর উপজেলা ভবানীগঞ্জ চৌরাস্তা: সড়ক দুর্ঘটনায় একজন নিহত, বান্ধবী গুরুতর আহত
মোঃ রাসেল লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা সড়কে আজ ১৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪.৩০ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। চৌরাস্তা বাজার থেকে পূর্ব দিকে শহীদ মাজহারুল মনির বাড়ির সামনে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন দুর্ঘটনার জায়গায় নিহত হয় এবং তার বান্ধবী গুরুতর আহত হন।
নিহত তরুণীর নাম কুলছুম (তুলী), বয়স ১৬। তিনি আবদুল সহিদের মেয়ে এবং লক্ষ্মীপুর জেলার ধর্মপুর ২নং ওয়ার্ড, ১৯নং তৈওয়ারীগঞ্জ ইউনিয়ন এলাকার বাসিন্দা। তুলী তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা আবদুল সহিদ। এবং সে ধর্মপুর শেখ রাসেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে নিলে ইমার্জেন্সি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন,ও তার বান্ধবী গুরুতর আহত অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ দুর্ঘটনার ফলে এলাকাবাসী ও সহ পা-টি দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন