সন্ত্রাসীর হাতে হামলার শিকার হলেন নারগিস বেগম এর স্বামী আবুল কালাম।
নারগিস বেগম (৩২)স্বামী আবুল কালাম সরদার সাং হোসনাবাদ, গ্রামঃ- উত্তর হোসনাবাদ, ১ নং ওয়ার্ড, ইউনিয়ন ৩ নং ধুলিয়া, থানা বাউফল, জেলা পটুয়াখালী।
24hrs tv সাক্ষাৎকারে বলেন।
নারগিস বেগম এর স্বামীর দোকানে এসে চার জন মুখোশধারী সন্ত্রাসী নারগিস বেগমের কাছে টাকা পয়সা চায়। টাকা পয়সা না দেয়ার কারণে অনেক মারধর করে নারগিস বেগমকে। এবং নারগিস বেগম এর গলার চেইন নিয়ে যায়। নারগিস বেগম এর চিৎকার শুনে তখন তার স্বামী আসলে তাকে এলোপাথাড়ি মাথায় কোপ সাড়ে মুখোশধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কোপে আবুল কালাম রক্তাক্ত হয়। চারজন মুখোশধারী সন্ত্রাসী দুইজন কে চিনতে পেরেছে। দুই জনের নাম হল - ১/মোঃ- সেলিম বেপারী (৪০) পিতা জয়নাল ব্যাপারে, মোঃ- সেলিম বেপারী আইসক্রীমের মিল আছে । সে আইসক্রীমে নেই bsti অনুমোদন। নেই বিক্রয় মূল্য নেই উৎপাদনের তারিখ। নেই এক্সপের ডেট। লেভেলে নেই কি ফ্লেভার দিয়ে তৈরি করে সেটা উল্লেখ করা নেই। সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করে যাচ্ছে। এতে হতে পারে মানুষের ঠান্ডা, কাশি, সর্দি ও কিডনি, লিভার মানব দেহের অনেক ক্ষতি হতে পারে এই আইসক্রিম। ২/মোঃ- সাইদ আকন (৩৫) পিতা তাজু আকন, উভয় সাং পূর্ব ভাতশালা, ডাকঘর পূর্ব ভাতশালা, ইউনিয়ন ফরিদপুর, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল এবং আরো অজ্ঞাতনামা দুইজন সন্ত্রাসী ছিল।
ঘটনাস্থলঃ- বাউফল থানা দিন ধূলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে আমার স্বামীর বসত ঘর সংলগ্ন মুদি দোকান (ধুলিয়া কালাম সরদারের মুদি দোকান নামে পরিচিত) ঘটনার তারিখ ও সময়ঃ- ইং ০৪/০৬/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সময় বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকা। বর্তমান মেম্বার মোঃ- মিলন খান সাহেবকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি একেবারেই এড়িয়ে যায়।
এ বিষয়টি নিয়ে কোর্টে মামলাও হয়েছে। মামলা নং সি আর ২৬/২৪ মামলাটি চলমান। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে বিষয়টি সত্য বলে স্বীকার করে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন