সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমানের স্মরণসভা
মোহাম্মদ মাসুদ, সরাইল
: ব্রাহ্মণবাড়িয়া ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান এর স্মরণে শুক্রবার (২ মে) বিকালে সরাইল প্রেসক্লাবের আঙ্গিনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম পীরজাদা আফজালুর রহমান এর পরিবারের পক্ষ থেকে শোক সভায় উপস্থিত ছিলেন মরহুমের বড় পুত্র সাংবাদিক আবেদুর আর শাহীন।
আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ।
উল্লেখ্য পীরজাদা আফজালুর রহমান গত ২২ এপ্রিল দিবাগত রাত পৌনে ৮টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। "ঈমান প্রহরী বনাম ঈমান বেপারী" নামে একটি ইসলামী বইও লিখেছিলেন তিনি।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
০২/০৫/২৫
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন