সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ
‘এই শুয়োরের বাচ্চা রুম থেকে বাইরা। ‘তুই ক্যামেরা বের করলি ক্যান, এই কুত্তার বাচ্চা তুই রুম থেকে বের হ’- এভাবেই স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি দেন ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত।
সোমবার (২০ মে) বিকেলে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী আক্তারুজ্জামান সোহেল বারী ও লিয়াকত হোসেনের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।
সাংবাদিকের সঙ্গে প্রধান শিক্ষকের খারাপ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ভিডিওতে দেখা যায়, অরুণ চন্দ্র দত্তের কক্ষে প্রবেশের পর তার বিরুদ্ধে কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্যের বিষয়ে জানতে চায় স্থানীয় কয়েকজন সাংবাদিক। এসময় সংবাদকর্মীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপরে চড়াও হন ওই প্রধান শিক্ষক। তখন প্রধান শিক্ষক সংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকেন। তিনি বলেন, ‘এই শুয়োরের বাচ্চা রুম থেকে বাইরা। তুই ক্যামেরা বের করলি ক্যান, এই কুত্তার বাচ্চা রুম থেকে বের হ।’ পরে প্রধান শিক্ষকের রুমে থাকা অন্যান্য শিক্ষকরা সংবাদকর্মীদের ওই রুম থেকে বাইরে নিয়ে আসে।
এ বিষয়ে সাংবাদিক সোহেল বারী বলেন, ‘প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সম্প্রতি ওই বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগ পাই। এছাড়াও ওই বিদ্যালয়ে একটি বহুতল ভবন নির্মাণের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া যায়। সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে তার বক্তব্য চাইতে গেলে তিনি আমাদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন।’
অভিযোগের বিষয়ে জানতে অরুণ চন্দ্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার ভিডিও’র বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খুদা বলেন, বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিপ্লব কুমার দাস
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন