সাংবাদিক আলী হাসান উপর সন্ত্রাসীর হামলা
গত (০৫ই আগস্ট) রোজ সোমবার, সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও আলোকিত সকাল পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান উপর মুছাপুরের তসলিমের নেতৃত্বে পন্ডিতের হাটে একদল সন্ত্রাসীরা হামলা করে।
হামলাকারীরা হলেন মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ওমেদ আলী মুন্সির বাড়ীর জ্বনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান এর ছেলে তসলিম উদ্দিনের নেতৃত্বে, ৩০/ ৪০ জনের একটি দল।
আলি হাসান বলেন আমি শ্রমিকদের বেতন দিতে যায় শ্রমিকদের বেতন পরিশোধ করে আসার সময়,পন্ডিতের হাটের পূর্ব মাথায় আসলে আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ধর ধর বলে হামলা করে। হামলার এক পর্যায়ে আলী হাসান দিশেহারা হয়ে পরে। তসলিম এক হাতে আলী হাসানের কলার ধরে আরেক হাতে কিল,গুশি ও পা দিয়ে লাথি মারতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসী তসলিম ও তার সন্ত্রাসীরা দোকানের তালা দিয়ে আলী হাসানের মাথা থেতলে দেয়। পরিস্থিতি অবনতির দিকে গেলে তারা আলী হাসানকে হত্যার উদ্দেশ্যে, গরুর মতো টেনে হেঁছরে পন্ডিতের হাটের পূর্বদিকে নেয়ার চেষ্টা করলে,
কামরুজ্জামান ডালিম,আবদুল আহাদ, ও ফরহাদ এদেরকে বাধা দেন এবং বলেন,আলী হাসানকে মারাটা কিন্তু ঠিক হচ্ছেনা। তারা আলী হাসানকে তসলিম ও তার বাহিনীর হাত থেকে রক্ষা করে,একটা গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ১ ঘন্টা ট্রিটমেন্ট করার পরে, তারা বাসায় দিয়ে আসেন।
মোঃ জাহিদুল ইসলাম শিহাব
সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন