

সাতক্ষীরা থানা পুলিশের বিশেষ অভিযানে সঙ্গবদ্ধ চোর চক্রের ০৫ জন আসামী গ্রেফতার, চোরাই ০১টি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার এবং সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত গ্রেফতার-০৩*
মোঃ আবু বক্কার সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ/জনাব মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই/মোঃ ফিরোজ আলম সঙ্গীও ফোর্স সহ ইং-১৩/০৭/২০২৪ তারিখ রাত্রিকালীন অভিযান পরিচালনা করিয়া অত্র থানায় সদ্য রুজুকৃত একটি চুরি মামলার ০১টি ব্যাটারি চালিত ভ্যান, মূল্য অনুমান ৬৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক ঘটনার সহিত জড়িত ০২জন সঙ্গবদ্ধ চোরকে গ্রেফতার করেন।
এছাড়া থানার অফিসার ও ফোর্সের সমন্ময়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পেশাদার আরোও ০৩জন চোর, সিআর সাজাপ্রাপ্ত ০১ জন সহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত মোট ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।