

সাতক্ষীরা সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আবু বক্কার সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি।
আজ সোমবার সকাল ১১ টাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুয়াইব আহমেদ এর সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান ও ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার জনাব মোঃ হাসানুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও সাংবাদিকগণ এবং ডিজিটাল উদ্যাক্তাগন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শুয়াইব আহমেদ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সব পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে।
এ সভায় সব পেশার মানুষ যাতে সহজে এই সর্বজনীন পেনশন স্কিম খুলতে পারে সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।