

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আনু গ্রেফতার
গোপালগঞ্জ সদরের বেদগ্রাম মোড় থেকে শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আনোয়ার হোসেন আনু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গ্রেফতারের সময় আনোয়ার হোসেন আনু বেদগ্রাম মোড়ের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার নাম জিজ্ঞাসা করে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। গ্রেফতারের সময় কোনো গ্রেফতারি পরোয়ানা প্রদর্শন করা হয়নি বলে দাবি করেছেন উপস্থিতরা।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে তখন কোনো চলমান মামলা ছিল না। ফলে, তাকে এভাবে আটক করাকে ঘিরে প্রশ্ন উঠেছে আইনি প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে।
আটকের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ ঘটনাকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বিস্তারিত তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।