এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা।
আজ ২৯ মে, বুধবার, শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহর সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রেজা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রশিবির এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুর রহিম।
বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থী ডা. আব্দুর রহমান, কৃতি শিক্ষার্থীদের মধ্য হতে ৫ জন ছাত্রশিবির এর এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা উপহার এর মধ্যে ছিল ক্রেস্ট, মূল্যবান বইসহ বিভিন্ন আকর্ষণীয় প্রকাশনা।
প্রধান অতিথি ছাত্রনেতা আব্দুর রহিম বলেন, বিশ্ব আজ চরম নৈতিকতা সংকটে ভুগছে, আজকের মেধাবীদের কে নৈতিকতার সংকট পূরণ করতে হবে। মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন ছাত্র নৈতিক হিসেবে গড়ে ওঠার নূন্যতম কোন সুযোগ নেই বরং অশ্লীলতার চরম সয়লাব করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
মেধার সাথে নৈতিকতার সুসমন্বয় সাধন করে একমাত্র ছাত্রশিবিরই পারে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে। ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান যার পতাকাতলে একজন ছাত্র সমবেত হলে একই সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি সম্পর্কে যেমন জানতে পারে ঠিক তেমনিভাবে ইসলামের মৌলিক বিধিবিধান চর্চার মাধ্যমে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
প্রধান অতিথি উপস্থিত সকলকে ছাত্রশিবির এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং নৈতিকতার সংকট পূরণে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন