

সুনামগঞ্জের দিরাইয়ের ডাঃ রসেন্দ্র কুমার তালুকদার আর নেই।
শংকর ঋষি জেলা প্রতি নিধি
সুনামগঞ্জের দিরাইয়ের ডাঃ রসেন্দ্র কুমার তালুকদার আর নেই।
তিনি আজ বেকেল ৫টা ৩৫ মিনিটে আনোয়ারপুর নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন । আমরা গভীর ভাবে শোকাহত।তিনি শান্তিগঞ্জ উপজেলায় ১৯৪৬ সালের পহেলা এপ্রিল জন্মগ্রহণ করেন। দিরাইয়ের লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে মেট্রিক পাস করেন। পরে সুনামগঞ্জের সরকারি কলেজ থেকে ফার্স্ট ডিভিশনে আইএসসি পাস করেন,পরে ১৯৬৫ সালে ভর্তি হন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।১৯৭২ সালের জানুয়ারিতে মেডিকেলের ফাইনাল পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হবার পর পরই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই চাকরি পেয়ে যান।১৯৭৬ সালের এপ্রিল মাসে দিরাই সদর হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন।ডা. রসেন্দ্র কুমার তালুকদার দীর্ঘ বছর ধরে দিরাইয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় অবদান রেখে গেছেন।
এ বিষয়ে হিরন্ময় বর্মন সাথে মোটু ফোনে কথা
হলে উনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন। আমাদের দিরাই উপজেলার অপুরনিয় সম্পদ আমরা হারিয়েছি । উনি আমাদের গরিব দুঃখী মানুষের ডাক্তার আমি উনার আত্মার শান্তি কামনা করি ।