

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আনারুল বাহিনীর সহযোগী বিল্লাল আটক, ১ টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার ,,
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম তীরের মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত বিল্লালের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা বনের ভেতরে পালিয়ে গেলেও কোস্ট গার্ড সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে।
জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায়, সে দীর্ঘদিন ধরে সুন্দরবনের ডাকাতি কার্যক্রমে যুক্ত এবং আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল। তিনি খুলনার কয়রা থানার বাসিন্দা।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং দস্যুমুক্ত রাখতে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।