

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
সুন্দরবন থেকে পাচার করে আনা ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৮ মে) বনের হুলার ভারানী খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।বনরক্ষীদের অভিযানের মুখে মাংস ও নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যাওয়া কাউকে আটক করতে না পারলেও চোরাকারবারীদের ব্যাবহৃত নৌকা ও মালামাল জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পুর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা।
সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের হুলার খাল সংলগ্ন এলাকায় থেকে চোরা শিকারীরা হরিণ শিকার করে পাচার করছে এমন খবর আসে বন বিভাগের কাছে। গোপন সংবাদের সূত্র ধরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায় ঢাংমারীর বনরক্ষীরা। এসময় হরিণ শিকারীরা বনরক্ষীদের অভিযানের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ একটি কাঠের নৌকা ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যান। পরে ওই নৌকায় তল্লাশি করে একটি ককসেট ভর্তি ৪২ কেজি হরিণের মাংস, উদ্ধার করা হয়
তিনি বলেন, বনের এ মায়াবি হরিণ শিকারের সঙ্গে ৪ জন জড়িত ছিলেন। বনের গহীনে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে উদ্ধার করা হরিণের মাংস ও জব্দ করা নৌকা এবং এর সঙ্গে জড়িত ৪ জনের বিরুদ্ধে ঢাংমারী ফরেস্ট অফিস বন আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ, বন্যপ্রাণী রক্ষা ও বনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নদী-খালে বন বিভাগের অভিযান অব্যাহত আছে।