সোনারগাঁসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহাদাত প্রধান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন
পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার চর কিশোরগঞ্জ ৯নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ মোতালেব মেম্বারের সুযোগ্য সন্তান ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাত প্রধান।
রোববার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যা উদযাপিত হবে সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সালের প্রথম দিন।
নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ উপলক্ষে,আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি বলেন,‘পহেলা বৈশাখ’ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং লালিত স্থান অধিকার আছে। এটি বাঙালিদের ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন।
তিনি আরও বলেন,বংশগতভাবে,ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি,বন্ধুত্ব,আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।
তিনি বলেন,নতুন বছরকে স্বাগত জানানোর সময়, আসুন আমরা অতীতের দুঃখ,কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন