

সোনারগাঁসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী রবিন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃসজীব হোসেন।
পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন উপজেলা বিএনপি’র আলোচিত নেতা ও মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী এনামুল হক রবিন।
রোববার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যা উদযাপিত হবে সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সালের প্রথম দিন।
কাজী এনামুল হক রবিন বলেন,আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ।নববর্ষের উৎসবের সাথে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান।আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে।
ঐতিহ্য,সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি।জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জল উপাদান।প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি,ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে।
নানা ঘটনা ও দূর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তে-বিষ্ফোরণ।বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না।স্বার্থ কখনো সমাধান নয়।আমরা নি:স্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না,শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না।
আমাদের গত বছরের ক্লান্তি,হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন,দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ডের অপরিহার্য অনুষঙ্গ,তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ,বিদগ্ধজনের মানসিক আশ্রয় ও মননের পরিচর্যার উৎসস্থল।সুপ্রাচীনকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।আমাদের এ সম্পর্কেও সচেতন ও সদা জাগ্রত থাকতে হবে।
নববর্ষের প্রথম দিনে আমি সকলের কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য,অন্যায়,অনাচার ও অশান্তি। চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস,সুশীলা নদী,সমস্ত জগৎ হোক অমৃতময়।
১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ নববর্ষ।