স্ত্রীর,পরকীয়ার কারণে স্বামীর আত্মহত্যা।
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ সাজিম মোল্যা
গোপালগঞ্জ সদর উপজেলার ১৯নং রঘুনাথপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার কেষ্ট বিশ্বাসের একমাত্র ছেলে কপিল বিশ্বাসের স্ত্রী সাথে পরকীয়ার কারনে গত ৩১/১২/২০২৪ ইং তারিখে সকাল ১১টায় স্থানীয় প্রভাবশালী বাবুল বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস কপিল বিশ্বাসকে প্রচন্ড মারধর করে পরে কপিল বিভিন্ন মহলের লোকজনকে জানায় কিন্তু তারা তার উপযুক্ত বিচার না করায় ঐদিন বিকালে কপিল বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
মৃত কফিলের বাবা গণমাধ্যম কর্মীদের বলেন যে স্থানীয় বাবুল বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস প্রায়ই আমার ছেলেকে মারধোর করত আমি তার কাছে শুনতে চাইলে সে বলে যে তুই বেশি কথা বললে আমি তোর ছেলেকে মেরে লাশ বানিয়ে তোর ঘরে রেখে যাবো তিনি আর-ও বলেন যে আমি গরিব মানুষ সরকারি জায়গায় বসবাস করি তাই ওরা প্রভাবশালী ব্যক্তি ওদের অনেক অন্যায় অত্যাচার আমাদের সহ্য করতে হয়।
মৃত কফিলের বোন গণমাধ্যম কর্মীদের বলেন যে আমার ভাই একজন সহজ সরল লোক তার স্ত্রীর সাথে বাপ্পি জোর করে পরকীয়া করত আমার ভাই তার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেন সেই বিচার না পাওয়ার কারণে সে আত্মহত্যা করে তাই আমার রাষ্ট্র এবং সরকারের কাছে দাবি আমার ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার করে বাপ্পির শাস্তি ব্যবস্থা করেন।
গোপালগঞ্জের কয়েকজন গণমাধ্যম কর্মীরা কপিলের আত্মার নিউজের বিষয়ে বাপ্পির বাড়িতে গেলে বাপ্পি বিশ্বাসের মা ও দুই বোন গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহা গণমাধ্যম কর্মীদের বলেন যে এ বিষয়ে নিয়ে সদর থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন