স্বামী প্রবাস থেকে ফিরে এসে দেখেন স্ত্রী উধাও
মোহাম্মদ সজল ইসলাম স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার, রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে কুয়েত প্রবাসী স্বামী বাড়ি এসে দেখেন পালিয়েগেছে স্ত্রী তমা খাতুন (২৫) সে পাশের বাড়ি পরকিয়া প্রেমিক সাহেব আলীর ছেলে মনিরের হাত ধরে পালিয়ে গেছে শুক্রবার(২মে) রাতে। এসময় তমা নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে চলে যায়।এ ঘটনায় স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, নজরুল ইসলাম দীর্ঘ ২২ বছর পূর্বে কুয়েত যান। ৯বছর পূর্বে উপজেলার সোহাল গ্রামের আব্দুর রহিমের মেয়ে তমা(২৫) বিয়ে করেন। তাদের ঘরে তনয় (৮) নামে এক ছেলে রয়েছে। সবশেষ দেড় বছর পূর্বে নজরুল ইসলাম দেশে আসেন। শুক্রবার রাত ১২টার ১৬মিনিটের সময় বিমানে ওঠার সময় নজরুল তার স্ত্রী তমার সাথে ভিডিও কলে কথা বলে। দেশে ফিরে বাড়িতে এসে দেখেন তার ছেলেকে রেখে তমা শুক্রবার রাতে নগদ ৩২লাখ টাকা,৮লাখ টাকা মুল্যের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে মনিরের সাথে পালিয়ে গেছে।
নজরুল ইসলাম জানান,তমার নামে দুটি ব্যাংকে একাউন্ট রয়েছে। সে কুয়েতে থেকে তার একাউন্টেই টাকা পয়সা পাঠাতেন। পালিয়ে যাওয়ার সময় নগদ ৩২লাখ টাকা ৮লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) বলেন অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন