

হত্যাকান্ডের ১৪ দিনের মাথায় ঘাতক স্বামী তারেক মিয়া ও শাশুড়ি হাসু বেগম গ্রেফতার
আবুনাঈমরিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামে ১৩ইং এপ্রিল, খাদিজা আক্তার (৩০)হত্যাকাণ্ডের ঘটনায়,তাঁর ভাই বাদী হয়ে মামলা রুজু করা হয়।
এর ই সূত্র ধরে, শিবপুর মডেল থানার,
অফিসার ইনচার্জ আফজাল হুসাইনের তত্ত্বাবধানে এস আই ইসমাইল ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানার আমানিয়া গ্রাম হইতে ২৭ইং এপ্রিল রবিবার, পুলিশ সূত্রে জানা যায়,
ঘাতক স্বামী, তারেক মিয়া (৩৫)পিতা চান মিয়া সাং- ভরতের কান্দি থানা, শিবপুর ও তার মা,হাসু বেগম (৫০) দ্বয় কে গ্রেফতার করা হয় । ঘাতক তারেক তার স্ত্রীকে গামছা পেচিয়ে হত্যা করা সহ হত্যাকাণ্ডের
বিস্তারিত বর্ণনা দেয় ।বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায়,স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানে আগ্রহ প্রকাশ করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।