হত্যা মামলার আসামী খালাস পাওয়ায় বিক্ষুব্ধ জনতার আদালতে অবস্থান বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে একটি হত্যা মামলার সকল আসামীকে খালাসের রায়ের বিরুদ্ধে আদালত
প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ করেছে বাদি পক্ষ। এসময় উপস্থিত জনতাও ক্ষুব্ধ হয়ে
রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করে। জানাগেছে ২০১১ সালের ৩০ মার্চ জমি নিয়ে
বিরোধের জের ধরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগজ গ্রামে
একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদ নামে এক যুবক গুরুতর আহত হয়ে
পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ১৯ জনকে আসামী করে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন এরশাদের বাবা কসিরউদ্দিন। এদিকে অপরপক্ষও ১৯ জনকে আসামী করে একটি
কাউন্টার মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর দুইবার চার্জসিট দাখিল করেন
তেঁতুলিয়া থানা পুলিশ। দুই পক্ষের দুটি মামলাকে ট্যাগ করে স্বাক্ষ্য তদন্ত শেষে
রবিবার দুই মামলারই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা দায়রা জজ এস এম রেজাউল বারী।
রায়ে হত্যা মামলা এবং আসামী পক্ষের দায়ের করা কাউন্টার মামলার আসামীদের
বেকসুর খালাসের রায় প্রদান করেন বিচারক। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে হত্যা
মামলার বাদী পক্ষ। তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ
বিচারক যে কোন কারণে প্রনোদিত হয়ে এই রায় প্রদান করেছেন। এরশাদের মা
রমেছা বেগম বলেন, আমার ছেলেকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরদিন
চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। ছেলে হত্যার বিচার চেয়ে ১৫ বছর ধরে
আদালতে ঘুরছি। ন্যায় বিচার পাবার আশায় জমি জায়গা বিক্রী করে মামলার
পেছনে টাকা খরচ করেছি। আমার ছেলের একটা এতিম সন্তান রয়েছে। আদালত
এমন রায় দেবে আমি আশা করিনি। এই রায় আমরা মানিনা। গরীব মানুষ বলে কি
ন্যায় বিচার পাবোনা।
এদিকে আসামী পক্ষের আইনজিবী হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলাকে
ট্যাগ করে এই রায় প্রদান করেছে আদালত। পুলিশি তদন্ত এবং স্বাক্ষ্য গ্রহণ শেষে
আদালত যে রায় দিয়েছে তা যুক্তি যুক্ত । বাদী পক্ষের আইনজীবী আব্দুল মতিন বলেন
আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করা হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন