

১২৫বোতল ভারতীয় বিক্রি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জন আটক
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার খোলড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম কে মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালানোর সময় আটক করা হয়।
ঘটনার তারিখ ওসময় -১৪/০৬/২৪ খ্রিঃ ০৫:০০ ঘটিকায়
হরিপুর থানাধীন ৫নং হরিপুর ইউপির অন্তর্গত খোলড়া গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৫০) পিতা মৃত সানাউল্লাহ সাং খোলড়া থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও এর হরিপুর থানাধীন কালিগঞ্জ বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান সানাউল্লাহ ট্রেডার্স এর সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর
হরিপুর থানা পুলিশ বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময় হরিপুর থানাধীন ৫নং হরিপুর ইউপির অন্তর্গত খোলড়া গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৫০) পিতা মৃত সানাউল্লাহ সাং খোলড়া থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও এর হরিপুর থানাধীন কালিগঞ্জ বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান সানাউল্লাহ টেটাস এর সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অদ্য ১৪/০৬/২৪খ্রিঃ ০৫:৪০ঘটিকায় মো:আউয়াল (৩৫),,পিতা- মো:মিজানুর রহমান, সাং রাউতনগর, থানা- রানীশংকৈল, জেলা- ঠাকুরগাঁও । একটি চটের বস্তা নিয়ে মোটরসাইকেল যোগে হরিপুর থেকে রানীশংকৈল যাওয়ার সময় হরিপুর থানা পুলিশের সন্দেহ হলে তাকে থামার জন্য সিগনাল দিলে চটের বস্তা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হরিপুর থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে মোটরসাইকেলের পিছনে থাকা চটের বস্তা মুখ খুলে ১২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হরিপুর থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।