২৪ ঘন্টার মধ্যে রাজস্থলী বাজারে নতুন ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সচল,,
দীপংকর তালুকদার এমপিকে ধন্যবাদ জানিয়েছেন বাজারের ব্যাবসায়ী ও এলাকাবাসী।
মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা সদরে একমাত্র রাজস্থলী বাজার চত্বরে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমার টি শুক্রবার সকালে বিষ্ফোরণ হয়ে অচল হয়ে পড়ায় দীর্ঘ ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন হয়ে দূভোগে পড়ে রাজস্থলী বাজারের দের থেকে দুই শত ছোট বড় ব্যাবসায়ীরা । সাথে ঘিলাছড়ি ইউনিয়নে বেশ কয়েকটি পাড়া বাসী চরম দুর্ভোগে পড়েছে। শনিবার সকালে রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য বিষয়টি খবর পেয়ে তাৎক্ষণিক একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে রাজস্থলী বাজারে বিদ্যুৎ চালু করার উদ্যোগ হাতে নিয়েছে কাপ্তাই আবাসিক প্রোকৌশলী। একদিকে বিদ্যুতের অভাবে মোটর চালাতে না পাড়ায় খাবার পানির সংকটে পড়ে বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসী। বাজার পরিচালনা কমিটির সভাপতি ধনরাম কর্মকার ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন তালুকদার বলেন রাজস্থলী বাজার সহ আশ পাশ এলাকার বিদ্যুৎতের লাইনের একটি মাত্র ট্রান্সফরমা দিয়ে বাজার ও ঘিলাছড়ি ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ার বিদ্যুৎ সংযোগের একমাত্র মাধ্যম। বাজারের ট্রান্সফরমারটির অধীনে প্রায় ৩-৪ শত মিটার রয়েছে। কয়েকদিন যেতে না যেতেই বাজারে একমাত্র ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যায়। গত শুক্রবার সকাল থেকে ট্রান্সফরমার টি বিস্ফোরণ হলে বাজার সহ ঘিলাছড়ি ইউনিয়নের বেশ কয়েকটি পাড়া বাসী বিদ্যুৎএর আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে। বিশেষ করে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গত ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সচল করার উদ্যোগ হাতে নেওয়ায় জননেতা দীপংকর তালুকদার এমপি, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও কাপ্তাই আবাসিক প্রোকৌশলীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী আশিক সরকার বলেন চেষ্টা করছি বিদ্যুৎতের সমস্যা দ্রুত সম্ভব সমাধানের জন্য। খুব দ্রুত একটি নতুন ট্রান্সফরমা নিয়ে বিদ্যুৎ লাইন সচল করা হয়েছে বলে জানান।রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সাথে আলাপ কালে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবা দিতে রাত দিন সমানতালে নিরলস ভাবে কাজ করছে।তাই সকালে রাজস্থলী বাজারের বিদ্যুৎতের সমস্যা কথা শুনে রাজস্থলী বাজার বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এদিকে এলাকাবাসী জানান দীর্ঘ বছর ধরে ঘিলাছড়ি ইউনিয়নে একটি মাত্র ট্রান্সফরমা দিয়ে বিদ্যুৎতের লাইন চলছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন