২ দিন ব্যাপী যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ সমাপনী।
স্টাফ রিপোর্টার
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
১৯-২০ মে-২০২৪ সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৬ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য উপস্থিত যুব সদস্যবৃন্দের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব এবং ভার্মি কম্পোষ্ট তৈরীর পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রদান ও উৎসাহিত করা, রাসায়নিক ও কীটনাশনের ক্ষতিকর দিক ও স্থানীয় বাজারে টেকসই এবং পরিবেশ বান্ধব চাষ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা।
প্রশিক্ষণের উদ্দেশ্য, কৃষিজ -বাস্ততন্ত্র ব্যবস্থাপনায় ও জলবায়ূ সহনশীল টেকসই কৃষি উন্নয়নে নারীদের ক্ষমতায়ন, বর্তমান প্রেক্ষাপটে ব্যবহৃত কৃষি প্রযুক্তি ও পদ্ধতি, স্থানীয় কৃষজি বাস্তুতন্ত্ররে প্রক্ষোপট বশ্লিষেণ, কৃষজি বাস্তুতন্ত্ররে যুবদরে অংশগ্রহণরে প্রয়োজনীয়তা, কৃষজি বাস্তুতন্ত্র ব্যবস্থাপনায় নবীন ও নারী নতেৃত্ব, কৃষতিে জলবায়ু পরর্বিতনরে প্রভাব, জলবায়ু সহনশীল স্থায়ত্বিশীল কৃষ,ি কৃষতিে জলবায়ু পরর্বিতনরে প্রভাব, রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, কৃষতিে যুবদরে ভূমকিা, প্রি ও পোস্ট টস্টে, প্র্যাকটিকাল এবং কর্ম-পরিকল্পনা গ্রহন করে নিজেদের বাড়ীতে যেন উদ্যোগ গ্রহন করে সে বিষয়ে উদ্ধুদ্ধ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইফতি জামিল, মোহাইমিন ও পপি খাতুন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ রানা। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর হৃদয়, মন্ডলইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর হৃদয় মন্ডল প্রমুখ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন