

৫ ই আগস্ট পূর্ববর্তি সময়ে খুনি সৈরাচার হাসিনার আস্থাভাজন শেখ পরিবারের বিশ্বস্ত
=============================
আওয়ামীলীগ নেতা –
গদাইপুর ইউনিয়ন পরিষদের অবৈধ নির্বাচনের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান ওরূপে যুবলীগ ও ছাত্রলীগের গডফাদার।
৫ ই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অবধি স্বগৌরবে আওয়ামী লীগ কে পুনঃগঠন করতে মরিয়া হয়ে চলেছে।তার অসংখ্য বড় বড় চিংড়ি ঘেরে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। খোরশেদুজ্জামান প্যানেল চেয়ারম্যানের খুটির জোর কোথায়? খোরশেদুজ্জামান প্যানেল চেয়ারম্যান কে শেল্টার দাতা কারা? আমাদের রক্তের দাগ এখনও মুছে নাই।
অবিলম্বে আওয়ামী লীগ নেতা খোরশেদুজ্জামান প্যানেল চেয়ারম্যান কে গ্রেফতার সহ তাকে যাহারা শেল্টার দিতেছে তাদের কে আইনের আওতায় আনতে হবে।।তার বিরুদ্ধে বিভিন্ন প্রকপ্লের টাকা আত্মসাত ও টিসিভির কার্ড দেবো বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এবং তার পরিবারের সবার টিসিভির কার্ড আছে এবং বয়স্ক ভাতার কার্ড করে দেবে বলে গরিব দুঃখী মানুষের থেকে টাকা নিচ্ছে কিন্তু কার্ড করে দিচ্ছে না এবং প্রতিবন্ধী মানুষদের কাছে বলছে প্রতিবন্ধী কার্ড করে দেবে তাই বলে টাকা নিচ্ছে কিন্তু তাদেরকে কার্ড করে দিচ্ছে না তাকে আইনের আওতায় আনা হোক এবং ইউনিয়ন পরিষদ থেকে বহিষ্কার করা হোক এই কুলাংঙ্গার কে সে মেয়ে মানুষ নিয়ে সব সময় ফূর্তি করে যে মহিলার কার্ড করে দিবে বলে তার সাথে সম্পর্কে করে রাত কাটায় একে আইনের আওতায় আনা হোক তার বৌউ মহিলা আওয়ামী লীগ এর একজন কর্মী