বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের সামনে রাজধানী ঢাকার সাথে কোটচাঁদপুর সরাসরি ট্রেন চালু রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪শে মে) বিকাল ৫ টার সময় রেল সংযোগ রক্ষা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম আগা খানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য পেশ করেন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিন, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা রিপন।
বক্তারা বলেন কোটচাঁদপুর থেকে সরাসরি রাজধানী ঢাকার ট্রেন ছিল থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বক্তারা দাবী জানান কোটচাঁদপুর, মহেশপুর, জীবননগর, কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের ঢাকা গামী যাত্রী চরম ভোগান্তি লাঘব করতে সরাসরি ট্রেন চালু রাখার জন্য।
কেননা কোটচাঁদপুর থেকে সরাসরি ট্রেন বন্ধ করে যশোরের বসুন্দীয়া থেকে ঢাকা এবং দর্শনা থেকে ঢাকা অভিমুখে রওনা দিবে। আর যশোর থেকে কোটচাঁদপুর শাটল ট্রেন চালু হবে এতে সাধারণ যাত্রী ও লাগেজসহ যাত্রীদের বাড়তি সময় নষ্ট হবে এবং চরম ভোগান্তি পোহাতে হবে।
তাই অত্র এলাকার মানুষের দাবী সরাসরি রাজধানী ঢাকা থেকে কোটচাঁদপুর ট্রেন চালু রাখতে হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন