বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
এখন যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে: হাসানাত আব্দুল্লাহ গাজীপুরের পূবাইলে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন নরসিংদীতে লিফলেট বিতরণ করলেন সমন্বয়ক সারজিস আলম শোক সংবাদ….. হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ধানসোনা গনমাধ্যম কর্মীকে প্রান নাশের হুমকি দিলেন সৈনিকলীগ এর সভাপতি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ব্রাহ্মণপাড়ায় আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত। দাগনভূঞায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের জনসচেতনামূলক ক্যাম্পেইন
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
/ ১০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের কালিয়ারতল এলাকায় সেনাবাহিনীর অভিযানে এলজি বন্ধুক, একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান নামের এক যুবককে আটক করেছে।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিয়ারতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী।
আটককৃত আসামি মো: সালাউদ্দিন (৩৮) উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়ারতল (বিষ্ণপুর) এলাকার মোঃ শাহজাহানের খানের ছেলে।
চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় একটি বাড়িকে টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, এই টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামীর দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দুইতলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বাড়িটি “লন্ডনের বাড়ি” নামে পরিচিত। জানা গেছে, ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।
মেজর মাহিন আরও জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জাম বলেন, রবিবার রাতে সালাউদ্দিন খান নামীয় একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page