বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:সাজিম মোল্য
বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। পিঠা-পায়েস সাধারণত শীতকালীন রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে গ্রহণীয়। আত্মীয়-স্বজন ওপারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা- পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতেই এ অভিপ্রায়।
স্কাউটার হোসনে আরা রুমা সাবেক সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা এর নেতৃত্বে ৯২ নম্বর মাঝিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ পিঠা উৎসব উদযাপিত হয়। পিঠা উৎসবে সভাপতিত্ব করেন জনাব রাজু সিকদার ইয়াং লিডার এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পলাশ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মাঝিগাতী ইউনিয়ন চেয়ারম্যান এর সুযোগ্য কন্যা জনাব রুমানা খান সুমি। সার্বিক সহযোগিতায় ছিলেন দশপল্লি এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রসাদ কুমার মৃধা। এছাড়াও সহোযোগিতা করেছেন পিয়াস কাজী, ডলার খান, আব্দুল্লা খান, আদরি কাজী, লিমন কাজী, কেয়া কাজী, লিকু কাজী ও সাবেক সভাপতি তিনু খান প্রমুখ।