

রাণীশংকৈলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন।
আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজন। ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান কিছুদিন আগে তার পরিবারের দুই ভাতিজা জায়গা জমি নিয়ে মারামারি করে সেখানে তাকে এক নাম্বার আসামি করে মামলা দায়ের করেন আপন ভাতিজা মামুন । মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার থেকে এক নাম্বার আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করায় বাদি পক্ষ বিভিন্ন ভাবে পুনরায় এজাহার ভুক্ত করার জন্য উঠে পড়ে লাগে। মানববন্ধনে সাইফুল ইসলাম বলেন আমি একজন অসুস্থ মানুষ চোখে ঠিক মতো দেখতে পাইনা আমি কিভাবে মারামারি করবো ওরা আমাকে মিথ্যা মামলায় আসামি করে পুলিশ তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পাইনি তাই চার্জশিটে আমাকে অব্যাহতি দিয়েছে । এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন আমি এক নাম্বার আসামির ঘটনার সাথে কোন সম্পৃক্ততা পাইনি তাই তাকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছি । উল্লেখ্য যে গতকাল বাদি পক্ষ একটা মানববন্ধন করেন এবং পুনরায় এক নাম্বার আসামিকে এজাহার ভুক্ত করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজকে উপজেলার মূল ফটকের সামনে দুপুরে ঘন্টা ব্যাপী কাউন্টার মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি ।