

জায়গা জমির বিরোধ
সেনবাগ বটছারিগাঁও গ্রামে সন্ত্রাসী হামলা
জাহাঙ্গীর হোসেন স্টার্প রির্পোটারঃ-
জায়গা জমির বিরোধের জের ধরে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বটছারিগাঁও গ্রামে জলিশ হাজী বাড়ীতে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৭ মার্চ শুক্রবার দুপুরে উক্ত হামলায় মহিলা সহ আহত হয়েছেন ৪ জন। আহতরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্ত করেন।
স্থানীয় ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়র হোসেন ও এলাকাবাসী বলেন।
জলিশ হাজী বাড়ীর মৃত নজির আহম্মদ এর তিন ছেলের ওয়ারিশদের মধ্যে দীর্ঘ দিন জায়গার বন্টন নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধ মিমাংসার জন্য একাধিক বার বৈঠকও হয়েছিল। কিন্তু আবদুর রউফ এর ছেলে আতাউর রউফ রিপন প্রকাশ রিপন ডাক্তার স্থানীয় শালিশ বৈঠকের কোন সিন্ধান্ত মানেনি। বরং জোর করে তার চাচা আব্দুল হাই এর সম্পত্তি দখল করে রেখেছে। আবদুল হাই এর ছেলে মাইন উদ্দিন ও ছালেহ আহমদ তাদের প্রাপ্য জায়গা বুঝে পেতে সমাজের দারস্থ হন। বৈঠকর সিন্ধান্তে মোতাবেক ৩০ শতাংশ জায়গা দখল ছেড়ে দেয়নি রিপন। উল্টো আওয়ামী কায়দায় বহিরাগত সন্ত্রাসী জসিম উদ্দিনের সহযোগীতায় জায়গা দখল করে রেখেছে।এবং বিভিন্ন সময় হামলার ঘটনা ও ভয় ভীতি দিয়ে আসছে। গত শুক্রবারের অতির্কিত হামলায় মাইন উদ্দিন ও তার স্ত্রীকে পিটিয়ে মারাত্বক আহত করে রিপন ও তার সহযোগীরা। মাইন উদ্দিন তার প্রাপ্য জায়গায় কাজ করতে গেলে রিপন এ হামলা চালায়। এ সব ঘটনার সত্যতা দেন স্থানীয় জমি মাপকারী আমিন আবু নাছের,এলাকাবাসী মোঃ দুলাল,মোঃ নুর উদ্দিন, মোঃ নুরুল হক ও চৌধুরী। রিপনের সাথে জায়গায় দখল এবং হামলার বিষয় জানতে চাইলে তিনি জানান, জায়গা দখল ও সন্ত্রাসী কর্মকান্ড করা বিষয়ে অস্বীকার করেন।