মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে পিপরাইলে একজন ঘের ব্যবসায়ী নিহত ফকিরহাটে গোয়ালবাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান: সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ ৫ জনকে জরিমানা সাব-রেজিস্ট্রারকে সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত নরসিংদীর শিবপুর উপজেলায় ইউএনও এর নেতৃত্বে ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত সুনামগঞ্জের দিরাইয়ের ডাঃ রসেন্দ্র কুমার তালুকদার আর নেই। খুলনায় ছু/রি/কা/ঘা/তে র’ক্তা’ক্ত আজিজ— খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি, তদন্তে পুলিশ কুমিল্লায় আওয়ামী লীগের ৬ আইনজীবী কারাগারে শ্রীপুর থানার ওসির ব্যবসাকে কেন্দ্র করে মোটোফোনে ঘুষ চাওয়ার অডিও ভাইরাল ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল, আটক ৮ আওয়ামী লীগ নেতাকর্মী
Headline
Wellcome to our website...
বাঘাইছড়িতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি পৌর মেয়রসহ অর্ধশতের বিরুদ্ধে হত্যাচেষ্ঠা মামলা
/ ২৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি পৌর মেয়রসহ অর্ধশতের বিরুদ্ধে হত্যাচেষ্ঠা মামলা

মোঃ জসীম উদ্দীন/মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিনসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা’র সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে রবিবার (৯ মার্চ) বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেছেন এটি রাঙ্গামাটিতে ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের প্রথম দলীয় মামলা।

যাদের নামে মামলা করেছেন তারা হলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপির সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, কামাল হোসেন, ইকবাল হোসেন, হারুন, আব্দুল গফুর সুবেল, মামুনুর রশিদ, শামীম, ইয়াছিন রানা, তরিকুল ইসলাম সোহেল, ইমরান হোসেন, ইউনুছ আলী, আনোয়ার হোসেন বাপ্পী, আজগর আলী, আব্দুল জলিল ফাহিম, ইমরুজ তামিম জিসান, সাইফুল ইসলাম খান, নাছির উদ্দিন, শহিদুল ইসলাম মিঠুসহ অজ্ঞাতনামা আরো অনেকেই।

দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/১০৯/১১৪/৩৪/৫০৬(২) ধারায় মামলাটি রুজু করা হয়। পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আসামিদের মধ্যে ১৩ নম্বর আসামি তরিকুল ইসলাম সোহেলকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। এরআগে অন্য আরেকটি মামলায় আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে ৮মার্চ চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে বিএনপির সমাবেশ চলাকালে আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হলে প্রধান আসামির নির্দেশে দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এ সময় বাদীসহ দলীয় নেতাকর্মীদের গুরুতর জখম করা হয়। এছাড়া হামলার সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী আরও অভিযোগ করেন, হামলার সময় আসামিরা হুমকি দেয়, ভবিষ্যতে বিএনপির কোনো সমাবেশ করার চেষ্টা করলে নেতাকর্মীদের হত্যা করা হবে। হামলার পর আহত নেতাকর্মীরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। স্বৈরাচারী সরকারের দোসর থাকায় তৎকালীন সময়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page