

পুলিশের অভিযানে পেশাদার ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে বাঁশঝাড় থেকে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়
পুলিশ সূত্রে জানা যায় জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ সঙ্গীয় ফোর্স সহ গঙ্গা প্রসাদ এলাকায় রাত্রি কালীন টহল ডিউটি করছিলেন
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন স্থানীয় আব্দুল আজিজ খানের বাঁশবাগানে জুয়ার আসর বসেছেন
সংবাদ পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এসময় অভিযানে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়
অভিযানের টের পেয়ে এসময় আরও ৮ থেকে ১০ জন কৌশলে পালিয়ে যায়
পুলিশের অভিযানে আটককৃতরা হলেন জাজিরা থানার গঙ্গা প্রসাদের মিরচান শিকদার (৪০) জনি বেপারী (২১) জুলহাস মোল্লা (৭৩)
রায়ের কান্দির আমির হোসেন (২০) পালং থানাধীন সন্তোষপুর জামাল চৌকিদার (৪২) বিনোদপুরের আনোয়ার মাদবর (৩৫) রায়পুরার জাহাঙ্গীর আলম (৩৮)
বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।