

দাগনভূঞার গজারিয়া গ্রামে একটি পরিবারের উপর অমানবিক নির্যাতন।
জাহাঙ্গীর হোসেন ফেনী প্রতিনিধিঃ–
দাগনভূঞা উপজেলা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে মুঝা মিয়ার বাড়ীর মো আবু জাহের মিল্লাতের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে একি বাড়ীর মৃত মোশাররফ হোসেন এ-র ছেলে নুর হোসেন ও মো: সম্রাট ও তাদের সহযোগীরা। ৭৯ শতক জায়গার বিরোধের জের ধরে এ অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন নুর হোসেন গংরা। এরা নিয়মিত হুমকির মধ্যে রেখেছে মিল্লাতের পরিবারকে। মিল্লাতের নির্মাণাধীন ঘর করতে না দেয়ায় মহিলাও শিশুরা অনেক মানবেতর জীবন যাপন করতেছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। থানায় এ বিষয় একাধিক অভিযোগ দেয়া হয়েছে। গত ২০ বছরের বিবদমান বিরোধ আজও সমাধান না হওয়ায় যে কোন অঘটন ঘটে যেতে পারে বলে এলাকাবাসিরা জানান, মামলা এবং অভিযোগ থেকে জানা যায়,জায়গার বিরোধ নিয়ে আদালতে প্রথম মামলা হয়ে ২০০৬ সালে। ২০০৯ সালের ২৮ অক্টোবর সেই মামলায় রায় পায় আবু জাহের মিল্লাত। আদালতে দ্বিতীয় মামলা হয় ২০১০ সালে। আদালতে সেই মামলারও রায় পায় চলতি বছরের ১২ জানুয়ারি। অর্থাৎ পূর্বের রায় বহাল রাখে। কিন্তু নুর হোসেন গং অবৈধ ভাবে মিল্লাত পরিবারের ওয়ারিস জায়গাগুলো বিক্রি করে দেয় একি বাড়ীর মৃত আবদুল খালেকের পুত্র ফারুক ও আবুল কালাম ওমরের কাছে। তাদের সাথে আছে জসিম উদ্দিন, আবু সুফিয়ান সোহাগ আবদুল মান্নান সবুজদের কাছে। এতেই শুরু হয়ে তাদের বিরোধ। ঐ গ্রামে সমাজের সভাপতি মো: মন্নান এবং সেক্রেটারী মীর হোসেন সহ এলাকাবাসী রাজা মিয়া,আজম খান,লিটন মিয়া,হুদন মিয়া,চট্রু মিয়া,আবুল কাসেম,জসিম উদ্দিন, মনির আহমেদ ও সৈয়দ আহমেদ এরা সবাই মিল্লা তের পরিবারের উপর অমানবিক নির্যাতনের চিত্র সাংবাদিকদের সামনে বর্ননা করেন। উক্ত বিষয় থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বিষয়টি এস আই কায়সার কে তদন্ত ভার দেয়া হয়েছে।