

ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র ছবি ব্যবহার করে ‘BrahmanPara Express’ নামে ফেসবুক আইডি, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর ছবি প্রোফাইলে ব্যবহার করে নতুন একটি ফেসবুক আইডি চালানোর ঘটনা স্যোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ‘BrahmanPara Express’ নামের এই ফেসবুক আইডিটি স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, বিশেষত উপজেলাবাসী যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘BrahmanPara Express’ নামের যে ফেসবুক আইডিটি চলছে তা উপজেলা প্রশাসনের নয়। এ আইডির মালিক বা পরিচালনাকারী কোনওভাবেই প্রশাসনের সঙ্গে যুক্ত নয়।
ইউএনও মাহমুদা জাহান জানান, “আমার ছবি ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তি এই আইডিটি চালাচ্ছেন, যা এক ধরনের মারাত্মক অপরাধ।” তিনি আরও জানান, “উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে আমার যোগদানের ছবি নিয়ে ওই আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে।”
আইডিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বর্তমানে ৯০৬ জন ফ্রেন্ড রয়েছে এবং গত দুই দিনে উপজেলায় প্রশাসনের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে মোট ২৩টি পোস্ট করা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, যা মূলত বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে, তারা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ইউএনও মাহমুদা জাহান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড একেবারে অগ্রহণযোগ্য এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
কালেক্টেড
,প্রতিবেদন- মো. আনোয়ারুল ইসলাম