রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
মাদক ব্যবসায়ীর হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত, মামলা নিতে নারাজ ব্রাহ্মণপাড়ার ওসি
/ ২২ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীর হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত, মামলা নিতে নারাজ ব্রাহ্মণপাড়ার ওসি

 

ইকবাল হোসেন ব্রাক্ষনপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের পূর্বপরিকল্পিত হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ এ ঘটনায় মামলা নিতে অনীহা প্রকাশ করেছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মনোহরপুর থেকে সংবাদ সংগ্রহ করে ব্রাহ্মণপাড়ায় ফেরার পথে রামনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী মো. কিবরিয়া, মো. ফয়সাল এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলার ফলে একজন গুরুতর জখম হন, একজনের পায়ের হাড় ভেঙে যায় এবং অপরজনও আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ল্যাপটপ, ক্যামেরা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে নেয়।
স্থানীয় সূত্র জানায়, মো. কিবরিয়ার দেশের বাড়ি চাঁদপুর হলেও তিনি মাদক ব্যবসা সহজলভ্য করার লক্ষ্যে বুড়িচংয়ে বিবাহ করেন। তিনি পূর্বে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে গেলেও গত ৫ আগস্টের পর ভোল পাল্টে কথিত সাংবাদিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হামলার সময় বিবাদীরা বুড়িচংয়ের আলোচিত সাংবাদিক মহিউদ্দিন হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে একই ধরনের হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওসি মামলা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন।

তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে।
এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page