রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
উস্তাদুল হুফফাজ হাফেজ আনিসুর হুজুরের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৫
/ ১৪ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

উস্তাদুল হুফফাজ হাফেজ আনিসুর হুজুরের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৫

মোঃ আবু বক্কার, সাতক্ষীরা প্রতিনিধি:

প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রাক্তন শিক্ষার্থীদের। হাফেজ আনিসুর হুজুরের গৌরবের ৩৫ বছর উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তে এক দিনের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান হাফেজ তারকাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

০৫(এপ্রিল ২৫)শনিবার মধ্যম একসরা পূর্বপাড়া জামে মসজিদে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও দেশের খ্যাতিমান ব্যক্তিরা।
হাফেজ আবু মুসার সভাপতিত্বে ও হাফেজ মইনুল ইসলামের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত শত হাফেজের উস্তাদ উস্তাদুল হুফফাজ হাফেজ আনিসুর রহমান ,প্রধান মেহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অন্যতম হাফেজ ইসলামী চিন্তাবিদ নাংলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রমজান আলী,এ সময় আরো উপস্থিত ছিলেন হাফেজ তকদির হোসেন, বিছট বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ আবদুল্লাহ,মধ্যম একসরা পূর্বপাড়া জামে মসজিদের খতিব মুফতি আল্ আমিন সাহেব,হাফেজ আবুল হুসাইন সাহেব,হাফেজ আলী হাসান ,হাফেজ আব্দুল মমিন, হাফেজ হযরত আলী , উপস্থিত ছিলেন হুজুরের অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অন্যান্য পেশাজীবী প্রাক্তন ছাত্ররা ,

অনুষ্ঠানের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন- শত শত হাফেজের উস্তাদ উস্তাদুল হুফফাজ হাফেজ আনিসুর রহমান সাহেব,

সমাপনী বক্তব্যের পরেই শুরু হয় দ্বিতীয় পর্বের স্মৃতিচারণ অনুষ্ঠান। হুজুরের মাদ্রাসার পূর্বের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন ছাত্ররা হারিয়ে যান পুরনো দিনে। শৈশবের ফেলে আসা দিনগুলো যেন ফিরে পান নতুন করে। দীর্ঘদিনের সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন সকলে।

আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে তারা হারিয়ে যান জীবনের কর্মব্যস্ত দিন ও সংসার জীবনের বয়ে বেড়ানো ঝামেলা। বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি আর আড্ডা দেখে মনেই হয়নি তারা এখন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি।

সকাল থেকে খেলা ধুলা দুপুরে লান্সের পর শুরু হওয়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত ইসলামী নাটিকা , গেয়েছেনও। এ আনন্দ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মইনুল ইসলাম জানান, অনুষ্ঠানে বহু প্রাক্তন ছাত্র ডেলিগেট কার্ড গ্রহণ করেছেন । শনিবার সকালে কর্মসূচি এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। সকাল ৭ টা থেকে আড্ডা খেলা ধুলা আর দুপুরের পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হইছে বন্ধুত্বের মিলনমেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page